অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ২৬, ২০২০
সরকারি অনুদানের টাকা তছরূপের মামলায় কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিউমার্কেট থানার ওসি এম এম কাইয়ুম জানান, টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
ওসি জানান, ২০১৬ সালে তথ্য মন্ত্রণালয়ের করা মামলায় টোকন ঠাকুরের বিরুদ্ধে ৩ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর আদালত।
তথ্য মন্ত্রণালয়ের অনুদানে ২০১২-১৩ অর্থবছরে কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। তবে নির্ধারিত সময়ে সে কাজ শেষ করতে না পারায় তার বিরুদ্ধে অনুদান তছরূপের মামলা করা হয়।
প্রধান উপদেষ্টা: রিন্টু কুমার চৌধুরী
সম্পাদক ও প্রকাশক : রিন্টু কুমার চৌধুরী
নির্বাহী সম্পাদক : রিন্টু কুমার চৌধুরী
বার্তা সম্পাদক : রিন্টু কুমার চৌধুরী
যোগাযোগঃ
৫১৪/এ এহসান টাওয়ার লেন-১৭, পূর্বাচল রোড, বাড্ডা,
গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ
ফোন:
+881314 559897
ইমেইল:
somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : jnewsdesk@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত সময় জার্নাল | কারিগরি সহযোগিতায় শ্রেয় টেকনোলজি সল্যুশনস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ