জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ৮, ২০২০
ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন।
সোমবার রাত ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ রুটে চলাচলরত ১৫টি ফেরির মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে ১১টি ফেরি অবস্থান করে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় শীতের মধ্যে দীর্ঘ লাইনে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহনের চালক ও হেলপাররা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখাগেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, ‘কুয়াশার কারণে নদীতে কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। স্বাভাবিক চলাচল শুরু হলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে।’
প্রধান উপদেষ্টা: রিন্টু কুমার চৌধুরী
সম্পাদক ও প্রকাশক : রিন্টু কুমার চৌধুরী
নির্বাহী সম্পাদক : রিন্টু কুমার চৌধুরী
বার্তা সম্পাদক : রিন্টু কুমার চৌধুরী
যোগাযোগঃ
৫১৪/এ এহসান টাওয়ার লেন-১৭, পূর্বাচল রোড, বাড্ডা,
গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ
ফোন:
+881314 559897
ইমেইল:
somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : jnewsdesk@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত সময় জার্নাল | কারিগরি সহযোগিতায় শ্রেয় টেকনোলজি সল্যুশনস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ