অনলাইন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ৭, ২০১৮
#কলকাতা: বিশ্ব বাজারের চিত্রটা একেবারেই ভাল নয় ৷ বেড়েই চলেছে তেলের দাম ৷ ডলারের তুলনায় টাকার দাম পড়ছে দিন দিন ৷ সব মিলিয়ে একেবারেই ভাল অবস্থায় নেই শেয়ার বাজার ৷ যার প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে ৷ বাদ যাচ্ছে না মিউচুয়াল ফান্ড স্কিমগুলিও ৷
কোনও কিছুতেই বিনিয়োগ করার আগে এখন দু’বার ভাবুন ৷ দেশের বাজারের অবস্থা খুব একটা ভাল নয় ৷ ব্লুমবার্গ যে ডেটা প্রকাশ করেছে, তাতে সুন্দরম স্মলক্যাপ ফান্ড, রিলায়েন্স ভিশন ফান্ড এবং ডিএসপি ব্ল্যাকরক মাইক্রপ ফান্ডের মতো বেশ কয়েকটি সংস্থার ইক্যুয়িটি শেয়ারে লগ্নি করা ক্ষতিকারক বলে দাবি করা হয়েছে ৷ এই শেয়ারে বিনিয়োগ না করে বরং গড় লাভের ভিত্তিতেই বিনিয়োগ করা ঠিক হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ ব্লুমবার্গের রিপোর্টে কী রয়েছে দেখে নিন ৷
প্রধান উপদেষ্টা: রিন্টু কুমার চৌধুরী
সম্পাদক ও প্রকাশক : রিন্টু কুমার চৌধুরী
নির্বাহী সম্পাদক : রিন্টু কুমার চৌধুরী
বার্তা সম্পাদক : রিন্টু কুমার চৌধুরী
যোগাযোগঃ
৫১৪/এ এহসান টাওয়ার লেন-১৭, পূর্বাচল রোড, বাড্ডা,
গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ
ফোন:
+881314 559897
ইমেইল:
somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : jnewsdesk@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত সময় জার্নাল | কারিগরি সহযোগিতায় শ্রেয় টেকনোলজি সল্যুশনস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ