বিশাল জয় দিয়ে এস এ গেমসে যাত্রা শুরু করলো সৌম্যরা

নিউজ ডেস্ক : এস এ গেমস ক্রিকেটে পুরুষ বিভাগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ অ-২৩ ক্রিকেট দল।
নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সৌম্য ও নাইমের ব্যাটে ভালো সুচনা পায় বাংলাদেশ। ৫৯ রানের ওপেনিং জুটি ভাঙে নাইম ব্যক্তিগত ৩৮ রান করে রান আউট হয়ে ফিরলে।
নাইমের পর হাত খুলে খেলতে থাকেন সৌম্য। কিন্তু ফিফটির কাছে গিয়েও ৪৬ রান করে ফেরেন তিনিও। পরবর্তীতে শান্ত-আফিফদের ব্যাটে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে তানভির ইসলামের বোলিংতোপে শুরু থেকেই একের পর এক এক উইকেট হারাতে থাকে মালদ্বীপ। প্রথম পাঁচ উইকেটের পাঁচটিই নিজের ঝুলিতে ভরেন তানভীর। তার কোটা পুরনের পর বাকি কাজটা করেন আফ্রিদি ও আফিফ। তাদের দারুণ বোলিংয়ে ১৯.২ ওভারে ৬৫ রানে অলআউট হয় মালদ্বীপ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অ-২৩ ১৭৪/৪(২০)
শান্ত ৪৯(৩৮), সৌম্য ৪৬(৩৩), নাইম ৩৮(২৮)।
মালদ্বীপ ৬৫/১০(১৯.২)
আলি ইভান ১২, আহমেদ ১০।
তানভির ইসলাম ৫/১৯, আফিফ ২/৭, আফ্রিদি ২/১৭।
বাংলাদেশ অ-২৩ একাদশঃ
সৌম্য সরকার(অধিনায়ক), নাঈম শেখ,নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন।