বাংলাদেশ কমিউনিটি অব অটোয়ার পক্ষ থেকে কানাডায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার নাহিদা সোবহানের পদত্যাগের দাবিতে দূতাবাসে স্মারকলিপি পেশ করা হয়। ১৮ সেপ্টেম্বর বুধবার কমিউনিটির নেতৃবৃন্দ হাইকমিশনার নাহিদা সোবহান এবং ডেপুটি হাইকমিশনার দেওয়ান আইয়ুবের হাতে অটোয়া হাইকমিশন অফিসে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি তুলে দেন।
নবনিযুক্ত হাইকমিশনার নাহিদা সোবহানের হাতে পদত্যাগের দাবি তুলে দেবার পূর্বে অটোয়া কমিউনিটির নেতৃবৃন্দ বলেন কানাডার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দূতাবাসের এই নিয়োগ বিগত স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা দিয়েছিলেন। নাহিদা সোবহান জেনেভায় জাতিসংঘের অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিগত অত্যাচারী শাসককে টিকিয়ে রাখার জন্য তাদের গুম-খুনসহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিলেন। তার ই পুরস্কারস্বরূপ হাসিনা সরকার তাকে কানাডার রাষ্ট্রদূত পদ উপহার দিয়েছিল। তাই কানাডার প্রবাসী বাংলাদেশিরা তার এই নিয়োগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। কমিউনিটির নেতৃবৃন্দ কোন অপ্রতিকর অবস্থা তৈরি হবার পূর্বে অবিলম্বে নাহিদা সোবহানকে ঢাকায় ফিরিয়ে নেবার জন্য প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এবং সচিবের কাছে জোর দাবি জানান।
স্মারকলিপি প্রদান কর্মসূচীতে অটোয়া বাংলাদেশ কমিউনিটির মিসবাহুল ইসলাম, মনোয়ার হোসাইন, মাসউদ আব্দুল্লাহ, আসাদ মাহমুদ, মাজিব রহমান, নজরুল ইসলাম, রাতিন চৌধুরী, মশিউর রহমান, ইউসুফ হারুন, ইফতেখার রকি, রেজওয়ান মাহমুদ, মোবাশ্বের আলী, শরিফ হোসেন এবং আজাদ চৌধুরিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।