ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় নির্বিচারে গণহত্যার গুরুতর অভিযোগ উঠেছে। পৃথিবীজুড়ে এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের সমর্থন দিয়েছে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব বয়সের মানুষ।
বিগত মাসগুলোতে এমন চিত্রই দেখা গেছে। কয়েক মাস ধরে বিশ্বজুড়ে ইসরায়েলি তৈরি বিভিন্ন পণ্য বয়কট শুরু হয়। ইসরায়েল কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কট করছে বিভিন্ন দেশের মানুষ।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ অবস্থায় কোকাকোলা ও পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামে আরেকটি পানীয় বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন ভাই এই ব্র্যান্ডটির মালিক। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চার-পাঁচ মাস আগেও পেপসি ও কোকা-কোলার বিকল্প তৈরি করা রীতিমতো অসম্ভব ছিল। কারণ- বাজারে এই দুই পানীয়র চাহিদা প্রচুর। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ায়, পানীয়টি বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই বিপুল মুনাফা পান তারা। দুই মাসের মধ্যে বিক্রি প্রায় চার মিলিয়ন ক্যান পৌঁছেছে।
নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগত জানিয়েছিলেন। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। এর মধ্যে ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপাইয়ের ডাল ও কেফিয়াহর নকশা দেখা যায়। আর ক্যানটিতে ‘সবার জন্য স্বাধীনতা’ বার্তা লেখা আছে ।