দিনের শুরুতে দ্রুতই ভারতের শেষ চার উইকেট তুলে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারলো না টাইগাররা। আরও একবার ব্যর্থ টপ অর্ডার। স্কোরবোর্ডে ২২ রান তুলতেই প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়েছে তারা। সবমিলিয়ে অস্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ। ১৫ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের সংগ্রহ ৪ রান। প্রথম ইনিংসে এখনও ৩৫০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
প্রথম ওভারেই ফিরলেন সাদমান
ইনিংসের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারেই বোল্ড হয়ে ফিরলেন সাদমান ইসলাম।
ওভারের ৫ বল রাউন্ড দ্যা উইকেট থেকে করেছেন বুমরাহ। লেগ সাইডে করা একটি বল বাদে সব বলেই ছিল বাউন্স। সেসব ব্যাট দিয়েই সামলেছেন সাদমান। কিন্তু ওভারের শেষ বলটিতে আর ব্যাট নিয়ে খেলেননি।
বুমরাহ ওভার দ্যা উইকেট থেকে করা বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হলেন। অফস্ট্যাম্পের কিছু বাইরে পিচ করা বল সরাসরি স্ট্যাম্পের বেলে আঘাত করে।
তাসকিন-হাসানে চারশোর নিচেই অলআউট ভারত
লক্ষ্য পূরণে খুব বেশি অপেক্ষা করতে হলো না বাংলাদেশকে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন সকালে এক ঘণ্টার মধ্যেই অলআউট হলো স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৭৬ রান।
শেষ ব্যাটার জাসপ্রিত বুমরাহকে ফেরান হাসান মাহমুদ। তাতে ইনিংসে ৫ উইকেট পূর্ণ হলো এই পেসারের। ভারতের মাটিতে টেস্টে এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশী বোলার হয়েছেন হাসান। তার অফস্ট্যাম্পের বলে ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন বুমরাহ।
এর আগে ভারতের বাকি থাকা চার উইকেটের তিনটিই নিয়েছেন তাসকিন আহমেদ। দিনের শুরুতেই নতুন বল হাতে পায় বাংলাদেশ পেসাররা। আগের দিন ৮০ ওভার পূর্ণ হওয়ায় সকালে নতুন বল পাওয়ায় সুবিধা হয়েছে তাসকিনদের।
সেই সুবিধা নিয়ে শুরু থেকেই পিচের ময়েশ্চার কাজে লাগান তাসকিন। বাউন্সের সঙ্গে হালকা সুইংয়ে বিপদে ফেলেন জাদেজাকে। ৮৬ রান করা জাদেজাকে ফেরানোর পর ২৪ রানের ছোট জুটি গড়ে ভারত। পরে আকাশ দ্বীপকে ফেরান তাসকিন।
এই পেসারের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন আকাশ। দুই ওভার পর একই রকম শট করতে গিয়ে তাসকিনের বুদ্ধিদীপ্ত ওবল বলে ক্যাচ তুলে দেন অশ্বিন। শান্তর ক্যাচ হয়ে থামে তার ১৩৩ বলে ১৩৩ রানের ইনিংস।
এক ওভার পর বল করতে এসে শেষ ব্যাটারকে তুলে নেন হাসান। রাওয়ালপিন্ডিতে সবশেষ টেস্টে ৫ উইকেট নেওয়ার হাসান পরপর দুই টেস্টে এই কীর্তি গড়লেন। এতে ভারতের মাটিতে প্রথমবার তাদের অলআউট করতে পেরেছে বাংলাদেশ।
সকালে জুটি ভাঙলেন তাসকিন
ভারতকে প্রথম ইনিংসে চারশোর মধ্যে আউট করার লক্ষ্য বাংলাদেশের। তার জন্য ভাঙতে হবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বিশাল জুটি। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই সে কাজটি করলেন তাসকিন আহমেদ।
১২৪ বলে ৮৬ রান করা জাদেজাকে ফিরিয়ে ১৯৯ রানের জুটি ভাঙেন তিনি। ভারতের রান তখন ৩৪৩। এ উইকেটে তাসকিনের উইকেট না পাওয়ার আক্ষেপ মিটল। ভারতের ইনিংসে প্রথম দিনে ঋষভ পান্তের উইকেট নেওয়ার সুযোগ ছিল তার।
কিন্তু দুবার হতাশ হন। একবার সাকিব আল হাসান উড়ে আসা বলের মাপ বুঝতে পারেননি। অরেকবার সাদমান ও শান্ত ভুল বোঝাবুঝিতে সরাসরি ক্যাচ নিতে পারেননি স্লিপে।
তাসকিনের হতাশা দ্বিতীয় দিনও ছিল। জাদেজাকে ফেরানোর পর টেল এন্ডার আকাশ দ্বীপের উইকেটও পাওয়ার সুযোগ ছিল এ পেসারের। কিন্তু এবারও ক্যাচ মিস। মিড উইকেট থেকে একটু পেছনে ছুটে গিয়েও ক্যাচ নিতে পারেননি সাকিব। ৮ রানে জীবন পান আকাশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের রান ৭ উইকেটে ৩৫৯। সেঞ্চুরিয়ান অশ্বিন ১২২ বলে ১০৮ রানে অপরাজিত। অপরপ্রান্তে ১৩ রানে ব্যাট করছেন আকাশ।