দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি জমা আছে এমন একাইন্ট সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার হয়েছে। এর মধ্যে এপ্রিল-মে-জুন এই তিন মাসে বেড়েছে ৩৪ হাজার ৪৮১টি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত একাউন্টে কোটি টাকার বেশি জমা আছে এমন একাউন্টের মধ্যে ৪০ হাজার ২৮৯টি সরকারি কর্মকর্তাদের। প্রায় ৪৪ হাজার আছে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এই খবর দেয়। বাংলাদেশ ব্যাংক তিন মাস পরপর ‘শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স’ প্রতিবেদন প্রকাশ করে।
গত বছর ১৯ সেপ্টেম্বর জুন শেষে দেশে আমানতকারীদের কোটি টাকার একাউন্ট ছিল ১ লাখ ১৩ হাজার।
এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যক্তির আয় সাধারণত ফিক্সড থাকে। ফলে তাদের একাউন্টগুলো কোটি টাকার অ্যাকাউন্টে রূপান্তরের সম্ভাবনা কম। অত্যধিক মূল্যস্ফীতির কারণে ছোট-বড় ব্যবসাগুলো এখন ভালো করতে পারছে না। তারা নতুন করে বড় ধরনের বিনিয়োগেও যাচ্ছে না। ফলে মূল্যস্ফীতির এই সময়ে কোটি টাকার অ্যাকাউন্ট বাড়ার সুযোগ কম ছিল।’
তিনি বলেন, ডিপোজিট বাড়া ভালো খবর। তবে তা দুর্নীতির মাধ্যমে হয়ে থাকলে বিপজ্জনক বলে ইঙ্গিত দেন তিনি এবং এর তদন্ত দাবি করেন।